Wellcome to National Portal
Main Comtent Skiped

জেলা ক্রীড়া অফিস, মেহেরপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


Title
Meherpur District Football Team of Bangabandhu & Bangomata Has headed for Khulna to Participate in Divisional Level
Details

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর জেলা দল খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে।

আজ রবিবার ৩০.০৯.১৯ ইং বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলমের নেতৃত্বে ২টি দলে ৩৬ জন খেলোয়াড় ও কোচ খুলনার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছে।

জেলা দলের খেলোায়ার ও কোচদের খুলনাতে থাকা ও খাওয়ার  এবং খেলার  সার্বিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ পূর্বেই খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর দলের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুদ্দিন,  রাকিবুল ইসলাম, মিনহাজুল ইসলাম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মিথিলা দাস, সুজন দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
29/09/2019

Welcome to the information portal of District Sports Office, Meherpur